Posts

Showing posts from June, 2018

লাল ইটের দেশে...

Image
 ম্যাজিকের   শহর ঢাকায় এবার গেছিলাম আমরা ৪ জন দিকভ্রান্ত যুবক, যাদের প্রধানতম উদ্দেশ্য ছিল খুবি কম খরচে কিভাবে এ কদিনের ট্যুর সম্পন্ন করা যায়। আর সবার কথা আমি জানি না, আমার মনে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল একটাই, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়টা একটু ঘুরে দেখবার, না জানি আরেকটু বড় বা বুড়ো হয়ে গেলে আর আসা হয় কিনা। এই লেখাটায় আমি পুরো ট্যুর নিয়ে তেমন কিছুই বলব না, শুধু বলব জাহাঙ্গিরনগর নিয়েই। দিনক্ষণ ৩১-০৫-১৮। মেগা সিটি ঢাকা থেকেই ওদিন বের হতে আমাদের সময় লেগেছিল মাত্র ৪ ঘন্টা! তবে ভাগ্য ভাল, সূর্যদেবী আমাদের উপর নাখোশ না হয়ে সেদিন বেশ ঠান্ডাই ছিলেন। সব কিছুই ভালোই চলছিল, গাবতলীর পর বাস খুব জোরেই টানছিল, বিপত্তি ঘটল সাভারের কিছু পরে, আচ্ছা, সে না হয় পরের কোনো লেখায় বলব, নতুবা আমাকে নিয়ে আপনার খুব বাজে ধারণা হবে বোধ করি! 😜😜 বেলা ৪টা ৩০ কি ৫ টায় পৌছালাম জাহাঙ্গীরনগরে। ঢূকতেই সেই অনেকদিন আগের, অথচ খুব চেনা সেই রাস্তা, অনেককাল আগে যারে দেখে বলা যায়, প্রথম দর্শনেই প্রেম হয়ে গিয়েছিল, শেষ বিকেলে সেদিন যেন আরো মাদকতা বাড়িয়ে দিয়েছিল। স্থান গাড়লাম আগের সেই হলটাতেই, শহীদ সালাম বরকত হল, খা...