Posts

এল খুশির ঈদ!

Image
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে তোর আসমানী তাকিদ… দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসছে ঈদ। রাত পোহালেই আসবে সেই আনন্দের সকাল। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঈদ আনন্দের প্রস্তুতি। ছেলে বুড়ো সবাই মেতে উঠবে ঈদের আনন্দে। এ আনন্দের নেই কোন সীমা পরিসীমা। ইতিমধ্যে অনেকেই তাদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছুটে গেছেন নাড়ির টানে নিজ ঠিকানায়, পরিবার পরিজনদের সাথে কাটাতে। তবে অনেকে আবার শহরেই রয়ে যান, এখানেই ঈদ পালন করেন। ঈদের আনন্দ কোন যুগেই কম ছিল না, তবু এ কথা স্বীকার করতেই হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে ঈদ যেন তার আগের জৌলুস হারিয়েছে, যোগ হয়েছে কিছুটা কৃত্রিমতা। ব্যস্ততার কারণে এখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নেন ঈদ উদযাপন আর শুভেচ্ছা জানানোর উপায় হিসেবে। বিশেষ করে শহুরে ঈদে তা বেশ লক্ষ্য করা যায়।  আজকাল আমরা খুব সহজেই ফেসবুকেই  ঈদের আনন্দের বেশিরভাগটা দিয়ে ফেলতে পারি, ঘরে বসেই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি।খুব সহজেই সুন্দর কোন মেসেজ পাঠিয়ে ঈদ শুভেচ্ছা জানাতে পারি।  প্রযুক্তির এই বিপ্লবের আগে এমনটা ঠিক ছিল না। তখন ঈদের শুভ...

ঈদের আমেজ

Image
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে, ঈদের আমেজ আসে সবার ঘরে ঘরে। ধনী গরিব সব ভেদাভেদ ভুলে, ঈদের জামাতে দাড়িয়ে~ কাধে কাধ যায় মিলে। অজানা কোনো কারনে সবাই খুব খুশী, দান খয়রাত হবে আজ বেশী বেশী। নামাজ পড়ে কোলাকুলিতে মাতবে সবাই, বাসায় এসে খাওয়া হবে সুস্বাদু সেমাই। মুরব্বিরা সাম্নে পেলেই দিয়ে দিবে সালামী, বেকার বলে ছোটদের থেকে দূরে থাকি আমি। ঈদের মাহাত্ম্য বর্ননার ক্ষমতা নেই আমার, তাই বৃথা চেষ্টা করছিনা আর। রান্না হচ্ছে অনেক কিছু, ঝাল মিষ্টি টক, দাওয়াত রইল বাসায় সবার ঈদ মোবারক।

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৭

Image
                 সদ্যই শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট বিশ্বের কাছে যা মিনি ওয়ার্ল্ড   কাপ নামে   পরিচিত ।   এবারের আসরে ভারতকে ফাইনালে বিশাল ব্যবধানে  হারিয়ে চ্যাম্পিয়ন হল দ্যা আনপ্রেডিক্টেবল পাকিস্তান।মজার ব্যাপার হল এই পাকিস্তানকেই প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত।তাছাড়া  পাকিস্তান এইবার র‍্যাঙ্কিং  এ সবার নিচে থেকে এই টুর্নামেন্ট শুরু করে চ্যাম্পিয়ন হয়েছে যা অবশ্যই প্রশংসার দাবিদার।             ২০১৩ এর মত এবারও টুর্নামেন্ট এর আয়োজক দেশ ছিল ইংল্যান্ড।এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ম আসর।১ম আসরটি কিন্তু বাংলাদেশেই আয়োজিত হয়েছিল যেখানে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে প্রথম এবং একমাত্র আইসিসির কোনো টুর্নামেন্ট জেতে সাউথ আফ্রিকা।সর্বোচ্চ ২ বার এই টুর্নামেন্ট জেতে অস্ট্রেলিয়া এবং ভারত।এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এর পর ৩য় দল হিসেবে আইসিসির মেজর ৩টি টুর্নামেন্টই জিতল পাকিস্তান।     ...

নিবিড়ের গল্প ( পর্ব -৩)

Image
*আগের পর্ব- নিবিড়ের গল্প (পর্ব- ২) ৩. - জানিনা । - আমার বাবাও একই উত্তর দিয়েছিল । - তাহলে উনি অনেক অমায়িক । নিবিড় বুঝতে পারল তপু রেগে আছে । সে তার রুম   থেকে বের হয়ে মাকে   গিয়ে বলল , - মা আজকে তপু ভাইয়াকে নাস্তাতে পায়েস দিও । - কিন্তু ওগুলোতো তোর জন্য রেখেছি বাবা - আমি অনেক খেয়েছি । - আচ্ছা । নিবিড় মীমের থেকে তপু সম্পর্কে ভাল ধারনা নিয়েছে । তপুর পায়েস খুব পছন্দ । তপু বার বার ঘড়ির দিকে তাকাচ্ছে এমন সময় নিবিড় আসল । -         যা পড়তে দিয়েছি তা পড়েছ ? -       জি । -       এমন কিছু পাইছ যা বুঝ নাই ? -       না । এরপর   নিবিড়কে   ইচ্ছাবশত কিছু কঠিন   প্রশ্ন জিজ্ঞেস করল তপু । নিবিড় সবগুলোর উত্তর   ভাল্ভাবেই দিল । উলটো পালটা কিছু কঠিন প্রশ্ন করে বসল ।   অবাক হল তপু । কারন একটা ...