এল খুশির ঈদ!

ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে তোর আসমানী তাকিদ… দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসছে ঈদ। রাত পোহালেই আসবে সেই আনন্দের সকাল। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঈদ আনন্দের প্রস্তুতি। ছেলে বুড়ো সবাই মেতে উঠবে ঈদের আনন্দে। এ আনন্দের নেই কোন সীমা পরিসীমা। ইতিমধ্যে অনেকেই তাদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছুটে গেছেন নাড়ির টানে নিজ ঠিকানায়, পরিবার পরিজনদের সাথে কাটাতে। তবে অনেকে আবার শহরেই রয়ে যান, এখানেই ঈদ পালন করেন। ঈদের আনন্দ কোন যুগেই কম ছিল না, তবু এ কথা স্বীকার করতেই হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে ঈদ যেন তার আগের জৌলুস হারিয়েছে, যোগ হয়েছে কিছুটা কৃত্রিমতা। ব্যস্ততার কারণে এখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নেন ঈদ উদযাপন আর শুভেচ্ছা জানানোর উপায় হিসেবে। বিশেষ করে শহুরে ঈদে তা বেশ লক্ষ্য করা যায়। আজকাল আমরা খুব সহজেই ফেসবুকেই ঈদের আনন্দের বেশিরভাগটা দিয়ে ফেলতে পারি, ঘরে বসেই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি।খুব সহজেই সুন্দর কোন মেসেজ পাঠিয়ে ঈদ শুভেচ্ছা জানাতে পারি। প্রযুক্তির এই বিপ্লবের আগে এমনটা ঠিক ছিল না। তখন ঈদের শুভ...