মৃত চিরকুট
"শোনা গেল লাশকাটা ঘরে নিয়ে গেছে তারে ; কাল রাতে - ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হল তার সাধ । বধু শুয়েছিল পাশে , শিশুটিও ছিল ; প্রেম ছিল , আশা ছিল - জোছনায় - তবু সে দেখিল কোন ভূত ? ঘুম কেন ভেঙ্গে গেল তার ? অথবা হয়নি ঘুম বহুকাল - লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার । এই ঘুম চেয়েছিলে বুঝি ! রক্তফেনামাখা মুখে মড়কের ইদুরের মত ঘাড় গুজি আঁধার ঘুজির বুকে ঘুমায় এবার ; কোনদিন জাগিবে না আর ." কবি জীবনানন্দ দাশের এই অবিনাশী কবিতাটি পড়ে যুগে যুগে শিহরিত হয়েছে সবাই। লাশকাটা ঘরে মৃত এক মানুষের গল্প বলেন কবি , গত রাতেই যে বেছে নিয়েছিল আত্মহত্যার পথ। আচ্ছা আত্মহত্যার পূর্ব অনুভূতি কেমন হতে পারে ? একটি বদ্ধ ঘরে ফ্যানের সাথে ঝুলানো একটি দড়ি , অথবা বহুতল ভবনের ছাদ , কিংবা হাতে গুজে রাখা কয়েকটা ঘুমের বড়ি............ ঠিকে তার আগ মুহূর্তে কি চলে সেই মানুষটার মনে ? নানা ধরণের চাপ , অশান্তি , ঘৃণা , রাগ , ভয় , হতাশা .........যুগ যুগ ধরে আত্মহত্যা করা মানু...