Spring, Summer, Fall, Winter... and Spring : A story of life through the lens

অদ্ভুত এক মুভির গল্প বলব আজ। অদ্ভুত বলছি তার যথেষ্ট কারণ আছে। একটা মুভির মূল হয় একটা গল্প। জীবনের নির্দিষ্ট একটা ঘটনা। কিছু নির্দিষ্ট মানুষের জীবন। আচ্ছা , মানুষের সম্পূর্ণ জীবনের একটা উদাহরণ কি ক্যামেরাতে বন্দি করা সম্ভব ? একাধারে শিশুকাল , তারুণ্য , যৌবন এবং বার্ধক্যের ধারণা কি এক মুভিতেই দেয়া সম্ভব ? আর সম্ভব হলেও বা , তা কি বেশ জটিল হবে ? সব স্তরের মানুষের কাছে কি পৌছাবে ক্যামেরা পেছনের মানুষটার আসল বার্তা ? এবার উত্তর দেই। হ্যাঁ , সবই সম্ভব। সম্ভব করেছেন সাউথ কোরিয়ান ডিরেক্টর , রাইটার এবং অভিনেতা Kim Ki Duk তার স্প্রিং , সামার , ফল , উইনটার ...... এন্ড স্প্রিং মুভিতেই। মুভির ইন্ট্রো দেই, মুভির ডিরেক্টর রাইটার এবং অভিনেতা Kim K i Duk . এই জনাব Kim Ki Duk সাহেবের পরিচিতি আছে বিশেষ ভাবে , লো বাজেট ফিল্ম মেকার , শর্ট পিরিয়ডেই ফিল্ম মেকিং এবং তাঁর Idiosyncratic কাজ এর জন্য। তাঁর আরো দুটি মুভি The Isle (2000) এবং A ddress unknown (2001) যা ভেনিস ফিল্ম ফেস্টিভলে যা...