মজার খেলা ডার্ট বোর্ড
ছোটবেলায় পাথর পেলেই ছুড়ে মেরে নিশানা করার
অভিজ্ঞতা কম বেশি সবার আছে । যদি এখনো আপনার সেই নিশানা ভেদ করার নেশা থেকে থাকে
তবে আপনার জন্য উপযুক্ত একটি খেলা হল ডার্ট বোর্ড।
আপনার ঘরের দেওয়ালের ছোট একট অংশ জুড়ে খুব সুন্দর ভাবেই
মানিয়ে যাবে বোর্ডটি।
ডার্ট বোর্ড
উৎপত্তি ও ক্রমবিকাশঃ
ডার্টস প্রাচীনতম প্রতিষ্ঠিত ইংলিশ পাব
গেমগুলির মধ্যে একটি, যা ১৯৭০ এর দশকের শেষের
দিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। ধারণা করা হয়
গাছের কান্ডের প্রস্থচ্ছেদ বরাবর কাটা গোলাকার অংশ হতেই আদি ডার্ট বোর্ডের উৎপত্তি।
তবে ধীরে ধীরে modelling clay ,sisal fibres ,cork দ্বারা তৈরী ডার্ট বোর্ড গুলো
জনপ্রিয়তা পায়।
একটি আদর্শ ডার্ট বোর্ডের ব্যাসার্ধ ১৭.৭৫ ইঞ্চি (৪৫১ মি.মি) এবং ব্যাস বরাবর ২০ ভাগে
বিভক্ত । প্রতিটি ভাগ ধাতুর তার দ্বারা পৃথক করা হয় । বোর্ডের গায়ে বিভিন্ন সংখ্যা
তার দিয়ে অথবা সরাসরি মুদ্রিত করা হয়।
ডার্টের চারটি অংশ রয়েছে: পয়েন্ট, ব্যারেল, শিফট এবং ফ্লাইট। ইস্পাতের তৈরী
পয়েন্টটি সাধারণত ৩২ মি.মি অথবা ৪১ মি.মি হয়ে থাকে।
খেলার
ধরণঃ
ডার্ট বোর্ডের উচ্চতাঃ
বোর্ডের কেন্দ্র (বুলস আই) মাটি থেকে ৫ ফুট ৮ ইঞ্চি (১৭৩ সে.মি) উচ্চতায় হবে
দূরত্বঃ
নিক্ষেপ রেখা থেকে বোর্ডের দূরত্ব হবে ৯ ফুট ৭.৫ ইঞ্চি (২৯৩ সে.মি) এবং বোর্ডের
নিচ থেকে ৭ ফুট ৯.২৫ ইঞ্চি (২৩৭ সে.মি)
জায়গার পরিমাপ
স্কোর করার নিয়মঃ
বোর্ডের যেকোন অংশে ডার্ট পরলে নিচের নিয়ম অনুযায়ী হিসেব করা হবে-
· বোর্ডের
চারপাশের নম্বর দেয়া অংশের নিচের চিকন লাল সবুজ অংশটি হল ডাবল রিং। ডাবল রিং এর
উপর পয়েন্ট হবে সেই অংশ বরবার প্রদত্ত নম্বরের দ্বিগুণ। যেমনঃ ১৮ এর নিচের ডাবল রিং এ পড়লে পয়েন্ট হবে
৩৬।
· ডাবল
রিং এর নিচে সাদাকালো অংশের পয়েন্ট পুনরায় বাইরের প্রদত্ত নম্বর অনুযায়ী হবে।
অর্থাৎ ৭ এর নিচে হলে ৭।
· ডাবল
রিং এর সদৃশ নিচের রিং টি হল ট্রিপল রিং । এখানে পয়েন্ট হবে প্রদত্ত নম্বরের ৩
গুণ। যেমনঃ ১৮ এর নিচের ট্রিপল রিং হবে ৫৪ ।
· ট্রিপল
রিং এর নিচে সাদাকালো অংশের পয়েন্ট পুনরায় বাইরের প্রদত্ত নম্বর অনুযায়ী হবে।
অর্থাৎ ৭ এর নিচে হলে ৭।
· কেন্দ্রের
সবুজ অংশটি হল বুল আর এরপরে লাল অংশটি বুলস আই। বুল এ পরলে পয়েন্ট ২৫ । আর বুলস আই
এর পয়েন্ট ৫০ ।
· ডাবল
রিং এর বাইরে কোন পয়েন্ট হবে না।
তিনটি ডার্ট দিয়ে সর্বোচ্চ স্কোর হয় 180, যা সাধারণত "টন 80" নামে পরিচিত (100 পয়েন্টকে বলা হয় টন)।
ডার্ট
বোর্ডের আরও খেলাঃ
Wonderful explanation with nice pictorial presentation, also like the anchoring at the beginning. Thanks you brother for nice article.
ReplyDelete