Ballon d'Or
ব্যালন ডি 'অর একটি ফরাসি শব্দ যার অর্থ স্বর্ণের বল। সারা বছরের খেলার বিচারে প্রতি বছর একজন ফুটবলারকে এই পুরষ্কারের জন্য মনোনীত করা হয় । কাজটি করা হয় ফুটবল সাংবাদিকদের ভোটের মাধ্যমে ।
 মূলত এটি ছিল ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশানের বার্ষিক একটি পুরষ্কার । ১৯৫৬ সাল থেকে তারা এই পুরষ্কার দেয়া শুরু করে । প্রথমদিকে শুধু ইউরোপিয়ান ফুটবলারদের কেই এই পুরষ্কারের জন্য বিবেচনা করা হত। পরবর্তীতে ১৯৯৫ সালে ইউরোপিয়ান ক্লাবের সকল ফুটবলারকে এই পুরষ্কারের আওতাভুক্ত করা হয়। ২০০৭ সালে তা বাড়িয়ে সারা বিশ্বের সব ফুটবলারকেই এর আওতায় আনা হয়। 
ব্যালন ডি'অরের প্রথম  বিজয়ী ছিলেন ব্ল্যাকপুলের স্ট্যানলি ম্যাথিউস।  মিলানের জর্জ ওয়াহ, প্রথম আফ্রিকান অ-ইউরোপীয় হয়ে এই পুরষ্কার লাভ করেন। এর জন্য নিয়মাবলীর কিছু পরিবর্তন করা হয়েছিল। প্রথম দক্ষিণ আমেরিকান হিসেবে এই পুরষ্কার লাভ করেন ব্রাজিলের রোনালদো। ইয়োহান ক্রুইফ , মিশেল প্লাতিনি ও মার্কো ভেন বাস্তেন তিনবার করে এই পুরষ্কার লাভ করেন। ডাচ ও জার্মানরা সর্বাধিকবার এই পুরষ্কার ঘরে তোলে। এতে ক্লাব হিসেবে সবচাইতে সফল বার্সেলোনা । 
২০১০-১০১৫ সাল পর্যন্ত এর নাম দেয়া হয় ফিফা ব্যালন ডি 'অর । বর্তমান
সময়ের ফুটবলারদের মধ্যে এই পুরষ্কার সবচেয়ে বেশি
লাভ করেন লিওনেল মেসি। 
| 
        খেলোয়াড়  | 
            দেশ  | 
  
  ব্যালন ডি 'অর               সংখ্যা  | 
| 
     লিওনেল মেসি  | 
         আর্জেন্টিনা  | 
             ৫ | 
| 
 ক্রিস্তিয়ানো রোনালদো | 
           পর্তুগাল  | 
             ৪ | 
| 
     মিশেল প্লাতিনি  | 
              ফ্রান্স  | 
             ৩ | 
| 
    ইয়োহান ক্রুইফ | 
             হল্যান্ড  | 
             ৩ | 
| 
  মার্কো ভেন বাস্তেন  | 
             হল্যান্ড  | 
             ৩  | 




 
 
Comments
Post a Comment