স্কেচের আদ্যোপান্ত

 পেন্সিলের অজস্র ঘষায় আঁকা একটি স্কেচ তৈরির অনুভুতির কোন তুলনা হয় না শুধুমাত্র একটি পেন্সিল দিয়েই আঁকতে পারা যায় মনোমুগ্ধকর সব ছবি। তবে স্কেচিং করে ছবি আঁকতে চাইলে আপনাকে মাথায় রাখতে হবে কয়েকটি সাধারণ নিয়ম। আর দিতে হবে ধৈর্যের পরীক্ষা।

# যা লাগবেঃ একটি পেন্সিল (HB/2B/4B/6B/8B পছন্দমত) , কাগজ (কার্ডিস পেপারআর্ট পেপারনিউজ পেপার)  ও রাবার( নন ডাস্ট)

#একটি নির্দিষ্ট বিষয়  নির্বাচন করুন এবং আপনি সেই বিষয়ের স্কেচিং তৈরিতে সক্ষম এই বিশ্বাস রাখুন।

#প্রথমেই আপনার পছন্দকৃত বিষয়টির একটি সাধারণ ও আবছা অবয়ব ফুটিয়ে তুলুন। আবছা তবে 
বোঝার মত স্পষ্ট। প্রয়োজনে রাবার ব্যবহার করুন তবে পরিমিত ভাবে ।

#অবয়বটির সাথে আপনার বিষয়ের মিল আছে কিনা তা নিয়ে মোটামুটি নিশ্চিত হন।

#এবার অবয়বটির চারপাশ ধীরে ধীরে গাড় করতে থাকুন যা হবে আপনি ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তির বোঝার মত

#চারপাশের অংশ গাড় করা হলে ধীরে ধীরে ভিতরের অংশে প্রবেশ করুন, এ ক্ষেত্রে কোন তাড়াহুড়া চলবে না

#আপনার বিষয়টিকে আরেকবার ভালোভাবে দেখুন ,এর কোন অংশের রঙ গাড় লাগছে কিংবা কোন অংশের রঙ হালকা তা ভালোমত খেয়াল করুন

# এবার গাড় মনে হওয়া অংশগুলোতে আপনি পেন্সিল দিয়ে গাড় করতে থাকুন। হালকা মনে হওয়া অংশগুলোতে তুলনামুলক ভাবে কম দাগ দিন।

#মানুষের স্কেচিং এ চুল, চোখ, চোখের ভ্রু ও পাতা, নাক,ঠোট, থুতনি এই  জায়গা গুলো সাবধানে ও ধৈর্য সহকারে আঁকবেন।


#মনে রাখবেন একটি স্বার্থক স্কেচিং আপনার  ধৈর্য ও সৃজনশীলতার পরিচয় বহন করবে।।

পরিশেষে নিজের কয়েকটি আনাড়ি স্কেচিং.........




                                                                          ঘুম



                                                               পেন্সিলে আঁকা ফেলুদা


                                                                 
                                                                        মা ও মমতা


                                                               
                                                                     এজেন্ট ০০৭




                                                              অসমাপ্ত স্কেচ

Comments

Popular posts from this blog

মজার খেলা ডার্ট বোর্ড

হাই – লাইন ডিফেন্স ইন ফুটবল

জর্ডান – একটি হারানো শহর ও পৃথিবীর নিম্নভূমি