শার্লক হোমসের পেছনে যিনি
শার্লক  হোমস এর 
স্রষ্টা  স্যার  আর্থার 
কোনান  ডয়েল  এর জন্ম ১৮৫৯ 
সালে  এডিনবরায় । তিনি ছিলেন  বিজ্ঞানের 
শিক্ষার্থী । ১৮৭৬  সালে  এডিনবরা 
বিশ্ববিদ্যালয়ে  ডাক্তারি পড়ার  সময়  ডাঃ
জোসেফ বেলের সাথে তার যোগাযোগ  হয়। সুদক্ষ
শল্য চিকিৎসক এই লোকটির রোগ নির্ণয়ের ক্ষমতা ছিল প্রখর। সামান্য লক্ষণ দেখেই  তিনি 
সকলের  জীবন ও জীবিকার ইতিহাস বলে
দিতে পারতেন ।
পরবর্তীকালে তিনি ডাক্তারি পাশ করে ব্রিটিশ সামরিক
বিভাগে ডাক্তার হিসেবে কর্মরত হন। এ সময় তিনি বেশ কিছুদিন ভারতবর্ষে ছিলেন । তাঁর
রচিত  উপন্যাসের  উৎস মূলত ভারতবর্ষ । তাঁর প্রথম উপন্যাস    “ এ  স্টাডি ইন 
স্কারলেট “ প্রকাশের সাথে সাথে 
তাঁর  সুখ্যাতি ছড়িয়ে পড়ে । এরপর
থেকেই  সাহিত্য জগতে নিয়মিত হোন তিনি । 
ডাঃ জোসেফ বেলের বৈজ্ঞানিক যুক্তি , পর্যবেক্ষণ ও
বিশ্লেষণ পদ্ধতিকেই পরবর্তী জীবনে আরও প্রখর ও প্রসারিত করেছেন কোনান ডয়েল তাঁর
সাহিত্যে  “ শার্লক হোমস “ রূপায়নের
মাধ্যমে । আর্থার কোনান ডয়েল একসময় ডাক্তারি পেশা ছেড়ে লেখালেখির জগতে ব্যস্ত হয়ে
পড়েন । লিখতে লিখতে ক্লান্ত হয়ে আবার একসময় তিনি শার্লক হোমসকে মেরেও ফেলেন ।
কিন্তু তার অগণিত পাঠক-পাঠিকার অনুরোধে তিনি আবার মৃত শার্লক হোমসকে  বাঁচিয়ে 
তুলে  লিখতে শুরু করেন । 
“ শার্লক হোমস “ এর স্রষ্টা  স্যার 
আর্থার  কোনান  ডয়েলের চেয়েও আজ  বিশ্বব্যাপী 
পরিচিতি লাভ করেছে “ শার্লক হোমস “ । অনেক সময় পাঠকগণ শার্লক হোমসকে
সত্যিকারের লেখক হিসেবে মনে করেন । যেনো শার্লক হোমস নামের আড়ালে কোনানের কোনো
অস্তিত্বই নেই । কিন্তু এটাই একজন লেখকের সার্থকতা , শার্লক হোমসের মধ্য দিয়েই স্যার  আর্থার 
কোনান  ডয়েল বেঁচে
থাকবেন সারা পৃথিবীর বুকে । 

 
 
Comments
Post a Comment