মজার এক যুদ্ধ!
 
আহা, ভয় পাবেন না, বন্দুক
কামান নিয়ে কেউ ঝাপিয়ে পড়েনি, দুইটিমাত্র ছেলে গ্রামের মাঠে কি নিয়ে যেন নিজেদের মধ্যে
যুদ্ধ বাঁধিয়েছে । তবে চলুন দেখে আসি কি নিয়ে লেগেছে ওরা…
সাল ১৯৪৪। স্থান স্পেনের
ভ্যালেন্সিয়া শহরের ছোট্ট গ্রাম বুঁয়্যোল। গ্রামের মাঠে দৌড়চ্ছিল ছোট্ট দুটি ছেলে।
হঠাত তারা এসে পড়ল এক টম্যাটো খেতের মাঝে। আর পায় কে! দুষ্ট বুদ্ধি খেলে গেল তাদের
মাথায়। ছিড়তে শুরু করল ট্ম্যাটোগুলো আর ছুড়ে মারতে শুরু করলো একে অপরের দিকে। গ্রামের
অন্য বালকেরাও দেখছিল তাদের। এবার সবাই যেন ঝাপিয়ে পড়ল টম্যাটো নিয়ে একে অপরের দিকে।
ছোড়াছুড়ির খেলাটি তাদের মধ্যে হয়ে উঠল জনপ্রিয়, যা একসময় পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যা
পরে শুধু ছোটদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়ে পুরো গ্রামে।
                  La Tomatina Festival by Flydime
                                                                          La Tomatina Festival by Flydime 
ওই ছোট্ট বালকদের যুদ্ধ থেকেই শুরু আজকের স্পেনের সবচাইতে বড় ফুড ফাইট ফেস্টিভাল ‘লা ট্মাটিনা’, যা স্পেনের মানুষদের কাছে খুবই জনপ্রিয়। প্রতিবছর আগস্টের শেষ বুধবার এই উৎসবে যোগ দিতে ভ্যালেন্সিয়া থেকে ৩৮ কিলোমিটার দূরে এ ছোট্ট শহর বুঁয়্যোলে এসে জড় হয় হাজারো মানুষ।শুধু স্পেন থেকেই নয়, সারা বিশ্ব থেকেই লোকজন আসে। জড় করা হয় টন টন টম্যাটো। টাউনহল থেকে ছোড়া জলকামানের জলদ গম্ভীর জোলার শব্দের সঙ্গে সঙ্গে শুরু হয়ে টম্যাটো নিয়ে যুদ্ধ! যা চলে জল কামানের দ্বিতীয় ঘন্টা না বাজা পর্যন্ত। লড়াই শেষে চলে রাস্তা পরিষ্কারের অভিযান।
 La Tomatina Festival by Flydime
                                                                          La Tomatina Festival by Flydime ওই ছোট্ট বালকদের যুদ্ধ থেকেই শুরু আজকের স্পেনের সবচাইতে বড় ফুড ফাইট ফেস্টিভাল ‘লা ট্মাটিনা’, যা স্পেনের মানুষদের কাছে খুবই জনপ্রিয়। প্রতিবছর আগস্টের শেষ বুধবার এই উৎসবে যোগ দিতে ভ্যালেন্সিয়া থেকে ৩৮ কিলোমিটার দূরে এ ছোট্ট শহর বুঁয়্যোলে এসে জড় হয় হাজারো মানুষ।শুধু স্পেন থেকেই নয়, সারা বিশ্ব থেকেই লোকজন আসে। জড় করা হয় টন টন টম্যাটো। টাউনহল থেকে ছোড়া জলকামানের জলদ গম্ভীর জোলার শব্দের সঙ্গে সঙ্গে শুরু হয়ে টম্যাটো নিয়ে যুদ্ধ! যা চলে জল কামানের দ্বিতীয় ঘন্টা না বাজা পর্যন্ত। লড়াই শেষে চলে রাস্তা পরিষ্কারের অভিযান।
সারা বিশ্বেই এ উতসব ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিপুল জনপ্রিয়তার কারণে স্পেন সরকার ২০০২ সালে একে ‘আন্তর্জাতিক পর্যটন উৎসব’ এর মর্যাদা দিয়েছেন। এই আদলে চীন, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র উতসবের আয়োজন করছে।
যুদ্ধ থেকে যদি ভালো কিছু
হয়, তবে এরকম মজার যুদ্ধই তো ভালো!  

La Tomatina Festival by Flydime
 
 
Comments
Post a Comment