এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৭
সদ্যই শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট বিশ্বের কাছে যা মিনি ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত। এবারের আসরে ভারতকে ফাইনালে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল দ্যা আনপ্রেডিক্টেবল পাকিস্তান।মজার ব্যাপার হল এই পাকিস্তানকেই প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত।তাছাড়া পাকিস্তান এইবার র্যাঙ্কিং এ সবার নিচে থেকে এই টুর্নামেন্ট শুরু করে চ্যাম্পিয়ন হয়েছে যা অবশ্যই প্রশংসার দাবিদার।
            ২০১৩ এর মত এবারও টুর্নামেন্ট এর
আয়োজক দেশ ছিল ইংল্যান্ড।এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ম আসর।১ম আসরটি কিন্তু বাংলাদেশেই
আয়োজিত হয়েছিল যেখানে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে প্রথম এবং একমাত্র
আইসিসির কোনো টুর্নামেন্ট জেতে সাউথ আফ্রিকা।সর্বোচ্চ ২ বার এই টুর্নামেন্ট জেতে
অস্ট্রেলিয়া এবং ভারত।এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এর
পর ৩য় দল হিসেবে আইসিসির মেজর ৩টি টুর্নামেন্টই জিতল পাকিস্তান।
            ২০১৭ সালের টুর্নামেন্টের ম্যাচ গুলো
আয়োজিত হয়েছে ইংল্যান্ডের ৩টি মাঠে –লন্ডনের ওভাল,বার্মিংহামের
এডজবাস্টন,কার্ডিফের সোফিয়া গার্ডেন।ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ওভালে।বেশ কিছু
ম্যাচে বৃষ্টির বাঁধা ছিল যার মধ্যে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও
অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ ২টি পরিত্যক্ত হয়েছে।
          এইবার এই টুর্নামেন্ট এর কিছু পরিসংখ্যান দেখা
যাক-
                        সর্বোচ্চ দলীয়
রানঃপাকিস্তান ৩৩৮/৪(ফাইনালে ভারতের বিপক্ষে)
                                                       বাংলাদেশ ৩০৫/৬(ইংল্যান্ডের বিপক্ষে)
                        সর্বনিম্ন দলীয়
রানঃভারত  ১৫৮(পাকিস্তানের বিপক্ষে)
                                                      বাংলাদেশ ১৮২(অস্ট্রেলিয়ার
বিপক্ষে)
    সর্বোচ্চ রানঃ
| 
নাম | 
ম্যাচ | 
রান | 
| 
শিখর ধাওয়ান | 
৫ | 
৩৩৮ | 
| 
রোহিত শর্মা | 
৫ | 
৩০৪ | 
| 
তামিম ইকবাল | 
৪ | 
২৯৩ | 
    এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান-
                        ১)জো রুট            ১৩৩        (বিপক্ষ বাংলাদেশ)
                        ২)তামিম ইকবাল  ১২৮        (বিপক্ষ ইংল্যান্ড)
                        ৩)শিখর ধাওয়ান   ১২৫        (বিপক্ষ শ্রীলংকা)
    সর্বোচ্চ উইকেট-
| 
নাম | 
ম্যাচ | 
উইকেট | 
| 
হাসান  আলী | 
৫ | 
১৩ | 
| 
জস হ্যাজলউড | 
৩ | 
৯ | 
| 
জুনাইদ খান | 
৫ | 
৮ | 
    সর্বোচ্চ পার্টনারশিপ-
                        ১)সাকিব –মাহমুদুল্লাহ
২২৪ (৫ম উইকেট, বিপক্ষ নিউজিল্যান্ড)
                        ২)রোহিত - কোহলি
১৭৮*   (২য় উইকেট ,বিপক্ষ বাংলাদেশ)
                        ৩)তামিম –মুশফিকুর ১৬৬
(৩য় উইকেট, বিপক্ষ ইংল্যান্ড)
            এই টুর্নামেন্টে প্রথম বারের মত
আইসিসির কোনো মেজর ইভেন্টের সেমিফাইনাল খেলল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সাথে
পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্ট এবং নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে
বাংলাদেশ।বোলিং এ বলার মত তেমন কোনো পারফরমেন্স দেখাতে পারেনি কেউই।নিউজিল্যান্ড
এর সাথে মোসাদ্দেক এর ১৩ রানে ৩ উইকেটই সেরা সাফল্য।তবে ব্যাটিং এ তামিম
,সাকিব,রিয়াদের সেঞ্চুরী সকলকে মুগ্ধ করেছে।সর্বোচ্চ রান সংগ্রাহকের ৩ নং এ আছেন
তামিম।সাকিব –রিয়াদের ২২৪ রানের পার্টনারশিপ  এই আসরের সেরা।আইসিসি ঘোষিত সেরা  একাদশেও আছেন তামিম ইকবাল। একাদশে  আছেন-
১)শিখর ধাওয়ান
২)ফখর জামান
৩)তামিম ইকবাল
৪)ভিরাট কোহলি
৫)জো রুট
৬)বেন স্ট্রোক
৭)সরফরাজ আহমেদ
৮)আদিল রশীদ
৯)জুনাইদ খান
১০)ভুবেনেশ্বের
কুমার
১১)হাসান আলী
১২)কেন
উইলিয়ামসন(দ্বাদশ ব্যক্তি)
            এটিই হয়তো  চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসর।বাণিজ্যের এই যুগে
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চেয়ে অধিক লাভজনক টি২০ বিশ্বকাপ আয়োজনেই বেশি
আগ্রহী।২০২১ সালের ৯ম আসর তাই মাঠে গড়াবে নাকি তা নিয়ে সন্দেহ আছে যথেষ্ঠ। এখন
আইসিসি সামনের বোর্ড মিটিং গুলোতে  কি সিদ্ধান্ত নেই তার ই অপেক্ষা।

 
 
Comments
Post a Comment