আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আই.এম.ও)
মাধ্যমিক স্কুলের 
শিক্ষার্থীদের  জন্য  প্রতিবছর 
গণিত  বিষয়ক  যে  প্রতিযোগীতা  অনুষ্ঠিত 
হয় তাই  হল  আন্তর্জাতিক 
গণিত অলিম্পিয়াড (আই.এম.ও)। এই প্রতিযোগীতা  আন্তর্জাতিক 
বিজ্ঞান  অলিম্পিয়াডের  মধ্যে 
সবচেয়ে  পুরাতন । প্রথম  আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড  অনুষ্ঠিত 
হয়  ১৯৫৯ সালে রোমানিয়ায় । তখন  থেকে 
এটা  প্রতি  বছর 
অনুষ্ঠিত  হচ্ছে (১৯৮০ সাল বাদে ) ।
প্রায় ৯০ টি দেশ থেকে সর্বোচ্চ ছয় সদস্যের একটি করে দল ( একজন দলপতি , সহ-দলপতি , একজন পর্যবেক্ষক ও তিনজন প্রতিযোগী ) আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে । প্রতিযোগীতায় প্রতিটি প্রতিযোগীকে আলাদা আলাদাভাবে নাম্বার প্রদান করা হয়। প্রতিযোগীদের বয়স অবশ্যই ২০ বছরের নিচে হতে হবে এবং অবশয়ই মাধ্যমিকের উপরের স্তরের শিক্ষা থাকা চলবে না । এই সকল নিয়মের মধ্যে পড়লে একজন প্রতিযোগী একাধিকবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে ।
প্রশ্নে ছয়টি সমস্যা থাকে । প্রতিটি সমস্যা সমাধানের জন্য ৭ নম্বর দেয়া হয় । তাই পূর্ণমান হচ্ছে ৪২ । পরীক্ষাটি হয়ে থাকে দুইদিনব্যাপী । প্রতিযোগীরা একেক দিন সাড়ে চার ঘন্টা সময় পায় তিনটি করে সমস্যা সমাধানের জন্য । সমস্যাগুলো জ্যামিতি , বীজগণিত , সংখ্যাতত্ত্ব ও কম্বিনেটরিস্ক থেক করা হয় । সমস্যাগুলো সমাধানে প্রচুর অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হয় ।

 
 
Comments
Post a Comment