ঈদের আমেজ








দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে,

ঈদের আমেজ আসে সবার ঘরে ঘরে।

ধনী গরিব সব ভেদাভেদ ভুলে,

ঈদের জামাতে দাড়িয়ে~ কাধে কাধ যায় মিলে।

অজানা কোনো কারনে সবাই খুব খুশী,

দান খয়রাত হবে আজ বেশী বেশী।

নামাজ পড়ে কোলাকুলিতে মাতবে সবাই,

বাসায় এসে খাওয়া হবে সুস্বাদু সেমাই।

মুরব্বিরা সাম্নে পেলেই দিয়ে দিবে সালামী,

বেকার বলে ছোটদের থেকে দূরে থাকি আমি।

ঈদের মাহাত্ম্য বর্ননার ক্ষমতা নেই আমার,

তাই বৃথা চেষ্টা করছিনা আর।

রান্না হচ্ছে অনেক কিছু,

ঝাল মিষ্টি টক,

দাওয়াত রইল বাসায় সবার

ঈদ মোবারক।

Comments

Popular posts from this blog

মজার খেলা ডার্ট বোর্ড

হাই – লাইন ডিফেন্স ইন ফুটবল

জর্ডান – একটি হারানো শহর ও পৃথিবীর নিম্নভূমি